শিক্ষিতের হার ও আর্থসামাজিক অবস্থানের তথ্যে ভবিষ্যত পরিকল্পনা নেবে সরকার : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সারাদেশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস জনশুমারি ও গৃহগণনা’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে এই কার্যক্রম চলবে আগামী ২১ জুন পর্যন্ত।
সারাদেশের মত বরিশালেও শুরু হয়েছে জন শুমারি। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বাসভবনে তার নিজের ও পরিবারের তথ্য নিবন্ধনের মধ্যে দিয়ে নগরিতে আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু হয়।
এদিকে, চাঁদপুরে জনশুমারি ও গৃহগণনা’র কার্যক্রম উদ্ধোধন করে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, জনশুমারীর মাধ্যমে শিক্ষার হারের সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে ।
রাজশাহী মহানগরীতেও ‘জনশুমারি ও গৃহগণনা’ র কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন।
রংপুরে প্রহরে স্টেশন প্লাট ফর্মে ছিন্নমূল ভাসমান মানুষের তথ্য সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।
খুলনায় ‘জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উপলক্ষে সকালে খুলনায় একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
জনশুমারি ও গৃহগননা’ উদ্বোধন উপলক্ষে মানিকগঞ্জেও রেলী অনুষ্ঠিত হয়েছে। জনশুমারি ও গৃহ গননা প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এই রেলীটি আয়োজন করে।
এছাড়াও- পঞ্চগড় ও সাতক্ষীরাসহ সারাদেশে জনশুমারি কার্যক্রম শুরু হয়েছে।