শিগগিরই চালু হবে স্থল বন্দরের যাত্রীদের জন্য ভারতের ইমিগ্রেশন : দোরাইস্বামী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্থল বন্দরে যাত্রীদের জন্য শিগগিরই ভারতের ইমিগ্রেশন চালুর কথা জানিয়েছেন, দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় ভারতীয় হাই কমিশনার আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক যাতায়াতের রাস্তা দুই লেনে উন্নতিকরণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল উপস্থিত ছিলেন।