শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ফেরি ঘাটেও রাজধানীমুখী কর্মজীবী মানুষের ভীড়
- আপডেট সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরি ঘাটেও রাজধানীমুখী কর্মজীবী মানুষের ভীড় বাড়ছে।
ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে মানুষের চাপ। লঞ্চ ও সিবোট বন্ধ থাকায়, ফেরিতে মানুষের ভিড় বেড়েছে। গাদাগাদি করে মানুষ ফেরিতে পার হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রেমণের ঝুঁকি বাড়ছে। ঘাটে ছোট গাড়ি ও পণ্যবাহী গাড়ীর চাপও বেশি। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মোঃ ফয়সাল জানান, প্রর্যাপ্ত পরিমাণ ফেরি থাকায় যানবাহন ও মানুষ ঘাটে আসার সাথে সাথেই পার হতে পারছে।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে বেলা বাড়ার সাথে সাথে ঈদের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে ঢাকামুখী মানুষের পদচারণা বাড়ছে। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে। নেই তাদের সুরক্ষা সরঞ্জাম। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে পৌছাতে যাত্রীদের অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।