শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল
- আপডেট সময় : ০১:৫৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশ পথ শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এদিকে ফেরী সংকটের কারণে পদ্মা পারাপারের অপেক্ষায় রয়েছে হাজারো যানবাহন।
ঘাট সূত্রে জানা যায় বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিনেও সকাল হতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে থেমে থেমেই বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ। ঘাট কর্তৃপক্ষ জানায় যানবাহন ও যাত্রী পারাপারে বর্তমানে ১৩টি ফেরি ও ৮২টি লঞ্চ সচল রয়েছে।
এদিকে, ঈদের আগের সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার পাটুরিয়া ঘাটে ছোটগাড়ি, যাত্রীবাহী পরিবহণ ও যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। এই নৌরুটের ১৫টি ফেরি এবং ৩৪টি লঞ্চ সচল থাকায় তেমন কোন ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে যাত্রী ও পরিবহণ। ঘাটে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী পরিবহণ পারের অপেক্ষায় রয়েছে। ঘাট এলাকায় যাত্রীদের বিধিনিষেধ না মানার প্রবণতা দেখা যাচ্ছে।