শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে তীব্র যানজট
- আপডেট সময় : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটের ২ টি ফেরি বিকল ও সাপ্তাহিক বন্ধ থাকায় পারাপারে ভোগান্তি বেড়ছে। এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে সীমিত আকারে ফেরী চলাচল করায় ঘাটে তীব্র যানজট দেখা দিয়েছে।
পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটের ২টি ফেরি বিকল ও সাপ্তাহিক বন্ধ থাকায় বাড়তি যানবাহনের চাপ রয়েছে এ নৌরুটে। ঈদের যাত্রী না আসলেও সাপ্তাহিক ছুটির কারণে পাটুরিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি আরও লম্বা হচ্ছে। এতে হাজারো যাত্রী ও যানবাহন শ্রমিকদের তীব্র গরমে দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে। ছোট যানবাহন ও যাত্রীবাহী বাসের ২-৩ ঘন্টা অপেক্ষার পর ফেরির দেখা মিললেও পণ্যবাহী ট্রাক চালাকদের অপেক্ষা করতে হচ্ছে ১০ থেকে ১২ ঘন্টা। বিআইডিব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ১৯ টি ফেরীর মধ্যে ২টি ফেরি বিকল থাকায় ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে বিকল ফেরি সচল করে বহরে যুক্ত হবে।
এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌ-রুটে দীর্ঘ কয়েক মাস ধরে সিমিত পরিসরে ফেরী চলাচল করায় এ নৌ-রুটে চলাচলরত যানবাহন চালক ও যাত্রীরা পরেছে নানা দূর্ভোগ ও ভোগান্তিতে। আর এ নৌ-রুটে দিনে ৫ থেকে ৭টি ও রাতে মাত্র ৩ থেকে ৪ টি ফেরী চলাচল করায় ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।ঘাটের উভয় প্রান্তে পারাপারে অপেক্ষায় রয়েছে অসংখ্য যানবাহন। তবে এ নৌ-রুটে যাত্রী পারাপারের জন্য ৮৭ টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট চলাচল করছে।