শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে সীমিত পরিসরে ফেরী চলাচল শুরু
- আপডেট সময় : ১২:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে আবারো সীমিত পরিসরে ফেরী চলাচল শুরু হয়েছে।
এ নৌ-রুটে হালকা যানবাহন নিয়ে ফেরী চলবে সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় শিমুলিয়া ৩নং ফেরীঘাট থেকে মিনি রোরো বেগম সুফিয়া কামাল ফেরীটি ১৭টি মোটরসাইকেল ও ২টি ছোট গাড়ী নিয়ে- বিআইডব্লিউটিসি, পদ্মা সেতু কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর যৌথ টিমসহ পদ্মা সেতুর ১৪ ও ১৫ পিলারের মাঝ দিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেরীটি আবার বেশকিছু মোটর সাইকেল ও ছোট যানবাহন নিয়ে পদ্মা সেতুর ১৯ ও ২০ নাম্বার পিলারের মাঝ দিয়ে ওইদিন দুপুর পৌনে ১টায় শিমুলিয়া ঘাটে আসে। এরপর থেকেই শুরু হয় এ নৌ-রুটে ফেরী চলাচল। এর আগে পদ্মায় স্রোতের মাত্রা বেড়ে যাওয়ায় ও পদ্মা সেতুর নিরাপত্তার কারণে গত ১৮ আগষ্ট থেকে এ নৌ-রুটে ফেরী চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখে কর্তৃপক্ষ।