শিম উৎপাদন করে সাফল্যের মুখ দেখছে ময়মনসিংহের কৃষক
- আপডেট সময় : ০২:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে শিম উৎপাদন করে সাফল্যের মুখ দেখছে ময়মনসিংহের কৃষক। পরিবেশবান্ধব ও লাভজনক হওয়ায় এই ব্যবস্থাপনায় আগ্রহী হয়ে উঠছে তারা। পদ্ধতিটি দেশজুড়ে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ।
দেশের জনপ্রিয় প্রোটিন সমৃদ্ধ সবজি শিম। কিন্তু, রোগ-বালাইয়ের আক্রমনে প্রায় ২০ থেকে ৪১ ভাগ ফলন কমে যায়। ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, হাত বাছাই, বোটানিক্যালস জীবানুর সমন্বয়ে জৈব বালাই নাশক আইপিএম প্রযুক্তি উদ্ভাবন করেছে উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সরেজমিন গবেষণা বিভাগ ‘বিএআরআই’। ময়মনসিংহের সদর উপজেলার চর আনন্দীপুর ও নান্দাইলে চর কোমরভাঙ্গা গ্রামে সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনার মাধ্যমে শিম উৎপাদন করছে কৃষক।
উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র জানায়, এই প্রযুক্তি ব্যবহারে পোকা মাকড় ও রোগবালাই দমন করা যায় প্রায় ৮০ ভাগ। কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রযুক্তি ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক। একইসঙ্গে, রাসায়নিক কীটনাশক মুক্ত ও পরিবেশবান্ধব সার ব্যবহারে ক্রেতারা পুষ্টিমান সমৃদ্ধ আগাম জাতের শিম পাচ্ছে বলে জানান, তারা।
এই প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে শিমের বিভিন্ন রোগ এবং পোকা দমন সহজ হবে বলে মনে করে, কৃষি বিভাগ। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের আইপিএম পদ্ধতিতে শিম চাষ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়ার কথা বলছেন, সংশ্লিষ্টরা।