শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টিতে রাজশাহীতে নেই চোখে পড়ার মতো সরকারী উদ্যোগ

- আপডেট সময় : ১১:০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
কেবল বড় বড় সড়ক আর উড়াল সেতু কিংবা বিদেশী বাতির ঝিলিক নয়, রাজশাহীর উন্নয়নে দরকার কর্মসংস্থান।বিপুল সংখ্যক বেকারের কর্মসংস্থানে প্রয়োজন কৃষি বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন। কিন্তু এ অঞ্চলে শিল্প বান্ধব পরিবেশ সৃষ্টিতে চোখে পড়ার মতো সরকারের এখনো তেমন কোনো উদ্যোগ নেই। তাই এবারের বাজেট বিশেষ বরাদ্দ রাখার দাবি বিশিষ্টজনদের। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
নতুন অর্থবছর আসে, বাজেট হয়, বছর গড়ায়-কিন্তু কাঙ্খিত উন্নয়নের দেখা পায়-না রাজশাহীর মানুষ।যদিও নগরী জুড়ে প্রশ্বস্ত সড়ক, সড়কে বিদেশী বাতির রাজকীয় আলো,আর ফ্লাইওভার দৃষ্টি কেড়েছে সবার। কিন্তু তাতে পেটের চিন্তা যায়নি।কারণ এ নগরীতে নেই শিল্প প্রতিষ্ঠান বা কল-কারখানা। নেই কর্মসংস্থানের সুযোগ।
তাই রাজশাহী অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে এবারের বাজেটে বিশেষ বরাদ্দ দেয়ার দাবি তুলেছেন ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনরা।
বাজেটে রাজশাহীতে কৃষিভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ও গড়ে তোলার দাবি উঠেছে। তবে সবার আগে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নত করার তাগিদও রয়েছে।
আসছে ৬জুন সংসদে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী। যা হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট।