শিশুকে ধমক দেওয়ার ঘটনায় দুই গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত আক্তার হোসেনের মৃত্যু হয়েছে। ভোর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গতকাল বিকেলে উপজেলার নদীপাড়া এলাকায় এক শিশুকে ধমক দেওয়ায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।এ ঘটনায় দু’পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে তিন জনকে যশোর মেডিকেলে পাঠানো হয়। গুরুতর আহত আক্তার হোসেন নামের একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।