শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত
- আপডেট সময় : ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
শিশুদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করেছে কর্তৃপক্ষ । স্বাস্থ্যগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় এ সিদ্ধান্ত বলে জানিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি।
তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে শিশুদের ওপর ভ্যাকসিনটির ট্রায়াল পুনরায় শুরু করা হবে বলে জানায় অক্সফোর্ড কর্তৃপক্ষ । মানবদেহে প্রয়োগ শুরুর পর থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া ও শরীরে রক্ত জমাট বাঁধার মতো ঘটনার কারণে ভ্যাকসিনটির প্রয়োগ স্থগিত রাখে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এছড়া, নতুন ধরনের করোনা প্রতিরোধে কার্যকর না হওয়ায় টিকাটির আমদানি বন্ধ করে দেয় দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশ। প্রথম দিকে শরীরে রক্ত জমাট বাঁধার সঙ্গে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিল ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি- ইমা। তাদের ঐ বক্তব্যে একমত হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও । এদিকে ভ্যাকসিনটি নিয়ে নতুন শঙ্কার কথা জানালেন ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির এক জ্যেষ্ঠ কর্মকর্তা । ইমার ভ্যাকসিন ইভাল্যুয়েশন দলের প্রধান মার্কো কাভালেরি বলেন, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা খুব বিরল হলেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে এর স্পষ্ট সম্পর্ক রয়েছে । ইউরোপে ৯২ লাখ মানুষের শরীরে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪৪ জনের ক্ষেত্রে মস্তিষ্কে বিরল রক্ত জমাটের ঘটনা ঘটেছে।