শিশুদের করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন
- আপডেট সময় : ০৭:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। শিগগিরই দেয়া হবে টিকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে, করোনার চতুর্থ ঢেউয়ে সবাইকে মাস্ক পড়ার তাগিদ দিয়েছেন তিনি। সামাজিক কার্যক্রম সীমিতভাবে করার আহবানও জানান জাহিদ মালেক।
দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। ভাইরাসটির চতুর্থ ঢেউয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রম জোরদারে তাগিদ দিয়েছে সরকার।
এমন বাস্তবতায় করোনা থেকে সুরক্ষায় শিগগিরই ৫-১১ বছরের শিশুদের টিকা দেয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শিশুদের টিকা দিতে অভিভাবকদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানান তিনি।
সম্প্রতি করোনার চতুর্থ ঢেউয়ে সকলকে মাস্ক পড়ার তাগিদ দিয়েছেন জাহিদ মালেক। সঙ্গে করোনা সতর্কতায় সামাজিক কার্যক্রম সীমিত করে আনার আহবান স্বাস্থ্যমন্ত্রীর।
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স অন নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার শীর্ষক কোর্সের উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোদ দিয়ে মন্ত্রী আরও বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্বাস্থ্য খাত অনেকদূর এগিয়ে গেছে।