শিশুদের জন্য বাস্তবায়িত হচ্ছে ৮০ হাজার কোটি টাকার বাজেট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সরকার শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত উন্নত জীবন গঠনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সকালে শিশু একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনীতে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী প্রজন্মকে মেধাবী ও দক্ষ করে তুলতে বাস্তবায়িত হচ্ছে ৮০ হাজার কোটি টাকার শিশুকেন্দ্রিক বাজেট। শিশুর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে শিশুর অধিকার। সরকার শিশুর বিকাশ ও পুষ্টি নিশ্চিতের পাশাপাশি অধিকার ও সুরক্ষায় শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইনসহ বিভিন্ন আইন বাস্তবায়ন করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম ও ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েটসহ অন্যরা।