শিশুদের পদচারণায় জমজমাট অমর একুশে বইমেলার শিশু চত্বর
- আপডেট সময় : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই শিশুদের পদচারণায় জমজমাট হয়ে উঠে অমর একুশে বইমেলার শিশু চত্বর। অভিভাবকদের সঙ্গে মেলায় এসেছে শিশু-কিশোররা। তাদের পছন্দের তালিকায় রয়েছে কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই। শিশুদের হাসি-খুশি উচ্ছ্বল শৈশবের প্রেরণা জোগাতেই তাদের বইমেলায় এসেছেন অভিভাবকরা।
শনিবার সকাল সাড়ে ১১টায় অমর একুশে বইমেলার শিশুপ্রহর শুরু হয়। আর এ সময়টা পুরোপুরি কাজে লাগান অভিভাবকরা।
বাবা-মায়ের হাত ধরে মেলায় ঢোকে ছোট্টমনিরা। বেলা বারোটায় মেলায় আসে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র টুকটুকি,হালুম,সিকু ও ইকরি। শিশু-কিশোররাও তাদের সঙ্গে মেতে ওঠে নানা খুনসুটিতে।
মেলায় শিশুদের জন্য কার্টুন, রূপকথা, ছড়া, ভূতের গল্পসহ রয়েছে নানান ধরনের বই। মেলায় ঘুরে ঘুরে মনের মতো বই কিনে তারা।
ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ও সাংস্কৃতিক মনন তৈরি করতে বইমেলায় শিশুদের অংশগ্রহণ বাড়ানোর কথা জানান অভিভাবকরা।
মেলার শেষ সপ্তাহে বইপ্রেমীরা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে কিনছেন তাদের পছন্দের বই। এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে মেলায় নতুন বই এসেছে প্রায় দু’হাজার আটশ। আগামী ১৭ মার্চ শেষ হবে বই মেলা। সেদিনও থাকবে শিশু প্রহর।