শিশু গৃহকর্মীকে ৩শ’ কিলোমিটার পথ বাসে দাঁড় করিয়ে রাখলেন জা,বি শিক্ষিকা
- আপডেট সময় : ০৬:২২:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ৩শ’ কিলোমিটার পথ বাসে দাঁড় করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে পুরো সাভার জুড়ে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম প্রফেসর ড. নাসরিন সুলতানা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, প্রফেসর নাসরিন সুলতানা নিজ সন্তানদের নিয়ে যশোরে যাওয়ার সময় বাসের সিটে পা তুলে বসে থাকলেও তার সামনেই দাড়িয়ে রয়েছে ওই শিশু গৃহকর্মী। ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ৩’শ কিলোমিটার পথ এভাবেই দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হয় ওই গৃহকর্মীকে। বাসে থাকা এক ব্যক্তি এ ঘটনার প্রতিবাদ জানালে উল্টো তাকে পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মূহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।