শীতকালীন সবজি চাষ করে স্বচ্ছল সবজি চাষীরা
- আপডেট সময় : ০৪:০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে শীতকালীন সবজি চাষ করে স্বচ্ছলতার পথ খুঁজে পেয়েছেন স্থানীয় সবজি চাষীরা। আমন ধান কাটার পরপরই লাগানো এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার চাহিদা পূরণ করছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, আবহাওয়া ভালো থাকলে চলতি বছর আবাদ করা সবজি বিক্রি করে চাষীরা আর্থিকভাবে লাভবান হবেন।
সমতলে চা চাষের পরপরই শীতকালীন শাক-সবজি চাষে নীরব বিপ্লব ঘটেছে পঞ্চগড়ে। আমন ধান কাটার পরপরই উঁচু জমিতে লাগানো হয়েছে বিভিন্ন প্রকার শাক-সবজি। চলতি মৌসুমে জেলার আবহাওয়া সবজি চাষে অনুকুলে থাকায় সবজি চাষীরা দেখছেন লাভের মুখ। একই কারণে এসব সবজি ক্ষেতে কাজের সন্ধান পেয়েছেন প্রায় সহস্রাধিক কৃষি শ্রমিক।
স্থানীয় সবজি চাষীরা বলছেন, চলতি মৌসুমে শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকলে চলতি মৌসুমে বিনিয়োগের বিপরীতে আট থেকে দশগুন লাভ করবে।
এদিকে এক একর জমি বর্গা নিয়ে শসা আবাদ করে সফল হবার কথা জানিয়েছেন, সদর উপজেলার মীরগড় গ্রামের সবজি চাষী রুহুল আমিন। তিনি জানিয়েছেন, এক একর জমিতে তিনি এবার ২ লাখ ৮০ হাজার টাকা বিনিয়োগ করেছেন। চলতি মৌসুমে তিনি এখান থেকে প্রায় ১০ লাখ টাকার শসা বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
জেলার বিভিন্ন প্রান্তে লাগানো সবজি ক্ষেতে কাজ করে স্বচ্ছলতার পথ খুঁজে পেয়েছেন সহস্রাধিক কৃষি শ্রমিক। আর এসব সবজি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন, স্থানীয় সবজি চাষীদের কৃষি পরামর্শসহ নিরাপদ সবজি উৎপাদনে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
চলতি শীত মৌসুমে জেলায় ৫ হাজার ৩শ’ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে ২শ’ ৬০ হেক্টর জমিতে শসা আবাদ করা হয়েছে।