শীতের আগমনী বার্তা নিয়ে বৃষ্টি ঝরাচ্ছে প্রকৃতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শীতের আগমনী বার্তা নিয়ে বৃষ্টি ঝরাচ্ছে প্রকৃতি। বর্ষণে তেমন তেজ না থাকলেও রয়েছে হিমহিম ভাব। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে এমন বৃষ্টি ঝরাচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, এ বৃষ্টি লঘুচাপের প্রভাবে। থাকবে দু-তিন দিন। উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামীকাল রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আর ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি দুএকদিনের নিম্নচাপে পরিণত হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। এটি আগামী ৩ থেকে ৫ দিনে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা খুব বেশি। এক্ষেত্রে এর নাম হবে জোয়াদ, নামটি দিয়েছে সৌদি আবর।