শীতের শুরুতেই গাইবান্ধায় শিশুদের মধ্যে দেখা দিয়েছে শীত জনিত নানা রোগব্যাধী
- আপডেট সময় : ০৫:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
শীতের শুরুতেই গাইবান্ধায় শিশুদের মধ্যে দেখা দিয়েছে শীত জনিত নানা রোগব্যাধী। গত ৭ দিনে প্রায় ২শ’ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। মারা গেছে দুইজন। রোটা ভাইরাসে আক্রান্ত শিশু রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছেন হাসপাতালের নার্সরা। মায়েদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সচেতনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ।
শহর ও গ্রামাঞ্চল এবং দুর দুরান্ত থেকে অভিভাবকদের কোলে অসুস্থ্য শিশু। এসেছেন গাইবান্ধার শিশু ডাক্তার ও হাসপাতালের শিশু বিভাগে। জেলার সদর হাসপাতালের ডায়রিয়া রোগীর জন্য বরাদ্দ ২০ টি বেডে স্থান সংকুলান না হওয়ায় শিশুদের মেঝে ও সিঁড়ির উপরে ও নিচে অবস্থান নিতে হয়েছে। হাসপাতাল জুড়ে গিজগিজ করছে শিশুরোগী। বেশির ভাগ শিশু জ্বর,শর্দ্দি,হাচি-কাশি,কোল্ড ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত।
হঠাৎ করে শিশু রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সেবা দিতে হিমসিম খাচ্ছেন সেবিকারা। শীত কালীন রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন শিশু রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে মায়েদের আতংকিত না হয়ে পরিস্কার পরিস্কার পরিচ্ছন্ন ও সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।