শীতের শেষে ফাগুণের শুরুতে ফুঠেছে লাল শিমুল

- আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬০৯ বার পড়া হয়েছে
শীতের শেষে ফাগুণের শুরুতে ফুঠেছে লাল শিমুল। সুনামগঞ্জের পাহাড়-নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্য্যে অপরূপ রূপের রাণী যাদুকাটার তীরে সারি সারি শিমুল গাছের ডালে পাখিদের কলরব। আর এমন নৈসর্গিক দৃশ্য উপভোগে ভিড় করছেন প্রকৃতি প্রেমি ও ভ্রমন পিপাসু হাজারো পর্যটক। তাদের পদচারণায় মুখরন তাহিরপুরের বাঘাটার শিমুল বাগান।
ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। শেষ হয়েছে ভালবাসা দিবসও। কিন্তু এখনো রেশ কাটেনি, সুনামগঞ্জের তাহিরপুরে বসন্তের অবগাহন আর নৈসর্গিক সৌন্দর্য অবলোকনে প্রকৃতি প্রেমীদের আসা যাওয়া।
বাদাঘাট ইউপি চেয়ারম্যান ও প্রকৃতি প্রেমি মরহুম হাজী জয়নাল আবেদীন রূপের নদী যাদুকাটায় ৩০ একর জায়গার উপর গড়ে তুলেন শিমুলের সমারোহ। ২০০২ সালে রোপিত সেই শিমুল বাগানে এখন প্রতিটি গাছের ডালে ডালে লাল ফুল প্রকৃতি প্রেমি ও ভ্রমন পিপাসুদের আকৃষ্ট করছে।
অপরূপ সেই সৌন্দর্য অবলোকনে হাজারো পযর্টকের আনা গোনায় মুখরিত পুরো এলাকা।বিরল শিমুল বাগানের প্রশংসায় পযর্টকরাও পঞ্চমুখ। শিমুলের সৌন্দর্য উপভোগের পরিধি বাড়ানোর পরিকল্পনা তুলে ধরেন মরহুম জয়নাল আবেদীনের উত্তরসূরি। দাবি জানান, শিমুল বাগান রক্ষায় নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের। শিমুল বাগানসহ তাহিরপুরের পর্যটন স্পটগুলোর নিরাপত্তা জোরদার করার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যাতায়াত সমস্যা দুর করতে সরকার প্রকল্প হাতে নিয়েছে।