শীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেই : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:২০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
শীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেই বলে জানিয়েছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, শীত মৌসুমে করোনা পরিস্থিতি ভয়াবহ হলে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হবে– বা কেমন প্রস্তুতি আছে তা দেশবাসী জানতে চায়।
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। করোনা আক্রান্ত রোগীর জটিলতা বেড়ে গেলে যে চিকিৎসা প্রয়োজন, তা সরকারী হাসপাতালগুলোতে নেই জানিয়ে জিএম কাদের বলেন, করোনা মোকাবেলায় হাততালি পাওয়ার মতো কোন সাফল্য নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তিনি আরো বলেন, করোনাকালে ক্ষুদ্র ব্যবসা করে এবং ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে অনেকেই জীবন চালাচ্ছে। তাই আইনের দোহাই দিয়ে হতদরিদ্র মানুষের জীবিকায় আঘাত না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনাকালে মানুষকে বাঁচতে দিতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভবনাময়। তাই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।