শীত আসার আগেই দেখা দিয়েছে মৌসুমি জ্বরের প্রকোপ
- আপডেট সময় : ০২:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
শীতকাল আসার আগেই প্রায় প্রতিটি পরিবারে দেখা দিয়েছে মৌসুমি জ্বরের প্রকোপ। রাজধানীর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই ভিড় জমছে জ্বর-সর্দি-কাশি ও শরীর ব্যথার উপসর্গ নিয়ে আসা রোগীদের। চিকিৎসকরা বলছেন, ভাইরাল জ্বর দ্রুত একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়।প্রতিরোধে সতর্কতা অবলম্বনের পাশাপাশি আক্রান্ত হলে প্রচুর পানি পানের পরামর্শ দিয়েছেন তারা।
প্রতিবারের মতো এবারও শীতকালের আগে দেখা দিয়েছে মৌসুমী ভাইরাসের আক্রমণ। আর তাই চিকিৎসা নিতে হাসপাতালের বহির্বিভাগে ভীড় জমান অনেকেই।
ঋতু পরিবর্তনের এ সময়ে মৌসুমী ফ্লু এর কারনে জ্বর, সর্দি, কাশি, মাথাব্যাথা, শরীর ব্যাথাসহ দেখা দেয় নানা উপসর্গ।
মৌসুমী এই ভাইরাসের কবলে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি।
চিকিৎসকরা জানান, আক্রান্ত হলেই পরীক্ষা করার পাশাপাশি প্রচুর পানি পানের সঙ্গে খেতে হবে পুষ্টিকর খাবার।
তবে ফ্লু ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। অব্স্থা আশংকাজনক না হলে, ঘরে বসেই সুস্থ্য হওয়া সম্ভব।
মৌসুমের এ সময়ে প্রচুর পান পান ও ভিটামিন জাতীয় খাবার খাওয়ার পরামর্শও দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।