শীত মৌসুমের শেষে উত্তাপ কমছে সবজির বাজারে
- আপডেট সময় : ০৭:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০৪ বার পড়া হয়েছে
শীত মৌসুমের শেষে এসে সবজির বাজারের উত্তাপ কমছে। তবে উচ্চমূল্যে স্থীতিশীল অন্য নিত্যপণ্য। রমজান সামনে রেখে সরকার কিছু পণ্যে শুল্ক ছাড় দিলেও, প্রভাব নেই বাজারে। ক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে শুধু আমদানি শুল্ক কমালেই চলবে না, জোরদার করতে হবে তদারকি।আর বিক্রেতারা বলছেন, বাজার পণ্যের কোনো ঘাটতি নেই। রমজানের জন্য অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দেন তারা।
শীত মৌসুমের শেষে এসে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বিক্রেতারা জানান, সরবরাহ ভাল থাকায়, বাজারেও এর প্রভাব পড়ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছে সরকার। কমানো হয়েছে ভোজ্য তেলের দাম। কিন্তু এর প্রভাব পড়েনি বাজারে।
বাজারে উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি; প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। আর খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকায়। বাজারে পুরানো দেশি ও ভারতীয় পেঁয়াজ দেখা না গেলেও, মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। এছাড়া লোকসানের অজুহাত দেখিয়ে গুরু মাংসের দর বাড়িয়ে বিক্রি করা হচ্ছে ৭৫০ টাকা। রমজানে বাজার স্থিতিশীল রাখতে বিশেষ নজরদারির দাবি জানান সাধারণ ক্রেতারা।