শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর ক্যাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে প্রশাসন
- আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর ক্যাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে প্রশাসন। এ ঘটনায় মুহিবুল্লাহর পরিবারসহ সাধারণ রোহিঙ্গারা আতঙ্কিত সময় পার করছে। এসব বিষয় মাথায় নিয়ে ক্যাম্পে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে টানা ‘ব্লক রেইড’ ও ‘টাস্কফোর্স’ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নএর এক কর্মকর্তা জানান, মুহিবুল্লাহ হত্যার পর রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এপিবিএনের আরো দুটি নতুন ব্যাটালিয়ন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জোরদার করা হয়েছে মুহিবুল্লাহর পরিবারের নিরাপত্তা। একই সঙ্গে চার গুণ বাড়ানো হয়েছে এপিবিএন এর সদস্য। উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ও এর আশপাশের ক্যাম্পে আগে যেখানে ৭০-৭৫ জন এপিবিএন সদস্য দায়িত্ব পালন করতেন, সেখানে এখন তা বাড়িয়ে ৩০০ জন করা হয়েছে। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নেটওয়ার্কও। ক্যাম্পে ব্লক রেইডসহ দিনে-রাতে ধারাবাহিক অভিযানও চলছে। ক্যাম্প ঘিরে নিরাপত্তা বেষ্টনী থাকায় ধারণা করা হচ্ছে মুহিবুল্লাহর হত্যাকারীরা ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে পারেনি।