শী ও ইউসিবি ব্যাংকের মধ্যে চুক্তি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ১১:২৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দুই বছরে পদার্পণ করেছে নারী ভিত্তিক সংগঠন ‘শী’। যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লক্ষ নারীদের নিয়ে কাজ করে যাচ্ছে অবিরাম। নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদের স্বাবলম্বী করা ও আর্থ সামাজিক উন্নয়ন শী এর উদ্দেশ্য ও লক্ষ্য।
নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবা, দেশে এফ-কমার্স ভিওিক ব্যবসা প্রচার এবং অর্থনৈতিক উন্নয়ন, আর্থিক যোগাযোগ সম্প্রসারণ ও ব্যবসায়ীক অগ্রগতির কথা ভেবে নারী ভিক্তিক প্রতিষ্ঠান শী ও দেশের অন্যতম বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউসিবি ব্যাংকের সঙ্গে গত ২২ জুন চট্টগ্রামের ইউসিবি কর্পোরেট অফিসে সেবাচুক্তি সাক্ষরিত হয়েছে।
এই অনুষ্ঠানে শী’র প্রতিষ্ঠাতা প্রমি সেন গুপ্তা ও ইউসিবি ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাহ আলাম ভুঁইয়া চুক্তিতে সাক্ষর করেন। এই চুক্তি সাক্ষরের মাধ্যমে নারীদের জন্য সর্বোচ্চ ব্যাংকিং লেনদেন সুবিধা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এছাড়াও ইউসিবি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন মহসীনুর রহমান, প্রধান নিবার্হী এস.এম.ই সহ প্রমুখ। শী’র পক্ষে উপস্থিত ছিলেন কর্পোরেট কোর্ডিনেটর সানজিদা সুলতানা নিশি, মাহিরা, নিতু, সাহিনা, আনিকা, মাহি, সালমা সহ প্রমুখ।
আগামীতে ইউসিবি ও শী এর যৌথ উদ্যোগে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং লোন সুবিধা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রমি সেন। তিনি বলেন, ‘এই ব্যাংকিং সেবাচুক্তির মাধ্যমে আমরা নারীদের আর্থিক নিরাপত্তা চাই। শী সংগঠন দুই বছরে প্রায়ই তিন লক্ষ নারী সদস্য এবং নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নারী এবং নারী উদ্যোক্তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে তাদের আর্থিক ভিতকে মজবুত করে নারীদের একটা বিশেষ অবস্থানে নিয়ে যেতে চাওয়াই এক মাত্র লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘আমরা ব্যাংকি সুবিধাগুলোকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। ক্ষুদ্র এবং মাঝারি নারী উদ্যোক্তারা ব্যাংকের মাধ্যমে এসএমই ঋন সুবিধা পেলে ব্যবসায়ীক অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবে।’
প্রমি সেন জানান, প্রাথমিক অবস্থায় ৩০ হাজার নারী উদ্যোক্তাদের মধ্যে বিশেষ সুবিধা সর্ম্পন্ন ব্যাংক সেবা তুলে দেওয়া হবে। ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলমান থাকবে ও থাকবে নিত্য নতুন চমক।
এই সাক্ষরিত অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাহ আলাম ভুঁইয়া জানান, ‘প্রথমবারের মতো একটি ভিন্ন ধর্মী প্লার্টফ্রমে কাজ করতে পেরে ইউসিবি আনন্দিত। নারী উদ্যোক্তাদের ব্যবসায়ীক অগ্রগতিতে ইউসিবি ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা প্রদান করা হবে।’