শুক্রবার আবারো মাঠে ফিরছে ধুমধাড়াক্কার বঙ্গবন্ধু বিপিএল
- আপডেট সময় : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দু’দিনের বিরতি শেষে শুক্রবার আবারো মাঠে ফিরছে ধুমধাড়াক্কার বঙ্গবন্ধু বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় রংপুর রেঞ্জার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।
চট্টগ্রাম পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঢাকাকে ৬ রানে হারিয়েছিলো চ্যালেঞ্জার্স। মিরপুরে দিনের প্রথম ম্যাচটা তাই প্লাটুনের জন্য হবে প্রতিশোধের। ঢাকার তামিম, মেহেদিরা যেমন ছন্দে আছেন, তেমনি চট্টগ্রামের হয়ে রোমাঞ্চ ছড়াচ্ছেন সিমন্স, ওয়ালটন ও ইমরুল। এই ম্যাচ জিতলে চট্টগ্রামকে টপকে শীর্ষে উঠে আসবে ঢাকা প্লাটুন। এদিকে, বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বশেষে খুব একটা ভালো অবস্থানে নেই খুলনা টাইগার্স। টপ অর্ডারের হঠাৎ ফর্মহীনতা কিছুটা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে, টুর্নামেন্টের প্রথম দিকের এই হারগুলো থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে পুরো দল। অন্যদিকে, তলানীর দল রংপুর রেঞ্জার্সের লক্ষ্যও ঢাকা পর্বে ঘুরে দাঁড়ানো।