শুক্রবার ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
- আপডেট সময় : ০৭:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।
সকাল সাড়ে ১০ টায় হযরত শাহজালাল আর্ন্তাজাতিক বিমানর বন্দরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেকে অভ্যর্থনা জ্ঞাপন ও গার্ড অব অনার প্রদান। তার পর সাড়ে ১১ টায়‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক প্রকাশিত স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। এর পর সাড়ে ৪ টায় ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জ্ঞাপন এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’র অনুষ্ঠানসমূহে অংশগ্রহণ। রাত ৮টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র,‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশন’ উদ্বোধন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদি।