শুক্রবার নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
একই দিন নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। আসরে নিজেদের চতুর্থ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচ।
নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয় পায় বাংলাদেশ। পাকিস্তানকে ৯ রানে হারায় নিগার সুলতানা, ফারজানা পিংকি, ফাহিমা খাতুনরা। এবার কঠিন পরীক্ষায় নামবে বাংলাদেশ। পাকিস্তান চেনা প্রতিপক্ষ হলেও, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জন্য পুরোপুরি অচেনা দল ওয়েস্ট ইন্ডিজ। কেননা এখন পর্যন্ত তাদের বিপক্ষে একদিনের কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশের মেয়েরা। যা সুবিধা হিসেবে দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, আগে কখনও মুখোমুখি না হওয়ায় বাংলাদেশ সম্পর্কে ধারণা কম থাকবে উইন্ডিজের। টি-টুয়েন্টিতে তিন বারের দেখায় জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের।