শুটার মাসুম ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড

- আপডেট সময় : ০৯:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
ঢাকার শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার শুটার মাসুম ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে, মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকান্ডে জড়িত শ্যূটার মো. মাসুম ওরফে আকাশকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
খুনে ব্যবহৃত অস্ত্র, মোটর সাইকেল উদ্ধার, নির্দেশদাতা ও মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার মো. মাসুম ওরফে আকাশ ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করে রিমান্ড আবেদনের বিরোধীতা করেন তার আইনজীবিরা।
সঠিক তদন্তের মাধ্যমে খুনিকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে এমটাই প্রত্যাশা সবার।