শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়
- আপডেট সময় : ০৭:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
শুধুমাত্র অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। যতদিন চাহিদা থাকবে ততদিন কোনো না কোনোভাবে সরবরাহ আসতেই থাকবে বলে মন্তব্য করেছেন রেব মহাপরিচালক বেনজীর আহমেদ। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো কোনো রকমের সংশ্লিষ্টতা থাকলে মাদক নির্মূল চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এই প্রথম মাদকবিরোধী ব্যতিক্রমী এ আয়োজন করলো রেব। মাদকের বিরুদ্ধে দৌঁড়াও বাংলাদেশ- শিরোনামে ১০ কিলোমিটার ব্যাপী এ বিচ ম্যারাথনের উদ্বোধন করেন রেবের মহাপরিচালক বেনজীর আহমেদ। পরে মাদকের শক্তিশালী সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
কক্সবাজার ইয়াবা প্রবেশের সিংহদ্বার মন্তব্য করে রেব মহাপরিচালক বলেন, এক বছরে প্রায় ৪০ লাখেরও বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতার প্রতি জোরদার দেন বেনজির আহমেদ। কুয়াকাটায় বিচ ম্যারাথনে অংশ নেয় পটুয়াখালী ও বরগুনার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী।