শুধু চুরি করতেই ঢাকায় আসা চোর চক্রের মূল হোতাসহ ৪ জন গ্রেফতার
- আপডেট সময় : ০২:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ঢাকায় থাকে না, শুধু চুরি করতেই আসে তারা। সুযোগ বুঝে দোকানপাট ও বাসা বাড়ির তালা ভেঙ্গে এবং জানালার গ্রীল কেটে চুরি করে। এমন চোর চক্রের মূলহোতা বাবুসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।
তদন্তে উঠে এসেছে চুরির অভিনব কৌশলের নানা চিত্র। মাত্র কিছু দিনে এই চক্রটি করেছে ৩০টি চুরি। উদ্ভুত পরিস্থিতিতে চুরি ঠেকাতে বাসা-বাড়ী, সুপারশপ ও মার্কেটে সিসিটিভি স্থাপনের পরামর্শ দিয়েছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগরীর বিভিন্ন সুপার সপ, মার্কেটের জমজমাট দোকানে দিনের বেলায় রেকি করে অভিনব কায়দায় চুরি করে একটি চক্র।
রাজধানীর বংশালের একটি দোকানে তালা কেটে এভাবেই চুরি করে চক্রটি।
মামলা হলে তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। অভিযানে মূলহোতা বাবুসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। নিজেদের কৃতকর্ম নিয়ে অনুতপ্ত তারা। সঙ্গ দোষে এক সময়ের আঞ্চলিক নৃত্য শিল্পী মো: সাগরও এখন গ্রীল কাটা চোর।
চক্রের সদস্যরা জানায়, বাইরে থেকে ঢাকায় এসে সপ্তাজুড়ে টার্গেট চুরি শেষে আবার চলে যায়। চক্রটি ৩০টির মতো চুরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
দোকানপাট ও বাসা-বাড়িতে সিসি টিভি স্থাপনের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের দায়িত্বে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ দিয়েছেন গোয়েন্দা পুলিশ।
নগরবাসীকে যে কোনো সন্দেহজনক ঘটনায় সতেচন হওয়ার পরামর্শ দেন মশিউর রহমান