শুধু বাছাই পর্ব উতরানোই নয়, টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলবে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
শুধু বাছাই পর্ব উতরানোই নয়, এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলবে বাংলাদেশ। এমন আশার কথাই জানিয়েছেন বাংলাদেশ-ওমান ম্যাচ দেখতে আশা দর্শকরা। তাদের প্রত্যাশা এই ম্যাচ থেকে নিজেদের চেনা ছন্দে ফিরবে সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা।
এটা কি আবেগের বারাবাড়ি নাকি প্রত্যাশা? যাই হোক বাংলাদেশের দর্শক বলে কথা। হারের আগে হেরে যাওয়া নয়, শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করবে বাংলাদেশ এমনটাই চাওয়া।
নির্ধারিত সময়ের অনেক আগেই নিজ দেশকে সমর্থন দিতে স্টেডিয়ামে হাজির প্রবাসীরা। হাতে লাল সবুজের পতাকা। প্রত্যাশা, বাঁচা মরার এই ম্যাচ দিয়েই নিজেদের চেনা ছন্দে ফিরবে সাকিব মুশফিক মাহমুদউল্লাহর দল
যথারীতি টিকিট নিয়ে হাহাকার, আক্ষেপের সুর অনেকের কণ্ঠে।
প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশের সঙ্গে ওমানের ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত দর্শকরা।