শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ নাসিম
- আপডেট সময় : ০৩:৩১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে বনানী জামে মসজিদে জানাযা শেষে তাঁকে দাফন করা হয় বনানী কবরস্থানে। এর আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের নামাজে জানাজায় অংশ নিতে রোববার সকালে বনানী কবরস্থানের সামনের সড়কে উপস্থিত হন মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রিয় সহকর্মীরা।
প্রথমে এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিউগলের সুরে গার্ড অব অনার দেয় জেলা প্রশাসন। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁদের সামরিক সচিবরা। একে একে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। এসময় বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।
করোনা পরিস্থিতির কারণে জানাযা হয় সীমিত পরিসরে। এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ অনেকেই। এসময় প্রিয় সহকর্মী ও সহযোদ্ধাকে নিয়ে স্মৃতিচারণ করেন তারা।
করোনা পরিস্থিতির কারণে মোহাম্মদ নাসিমের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ প্রিয় জন্মস্থান সিরাজগঞ্জে নেয়া সম্ভব হয়নি। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বনানী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাকে।