দেবীদুর্গা বরণে রাজধানীর মন্দির মন্দিরে চণ্ডীপাঠের আবাহন
- আপডেট সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৯৩৮ বার পড়া হয়েছে
শুভ মহালয়া। দেবীপক্ষের সূচনাকালে প্রকৃতিতে ঘোষিত দেবী দুর্গার আগমনী বার্তা। দেবীকে বরণ করতে রাজধানীর মন্দিরগুলোতে ভোর থেকেই শুরু হয় চণ্ডীপাঠের আবাহন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বানী দিয়েছেন। ২০ অক্টোবর দেবীর বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন।
অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের সূচনা। চণ্ডীপাঠের মাতৃবন্দনায় মর্ত্যে আসার আবাহন দেবী দুর্গাকে।
আলোক মঞ্জীরতে বেজে ওঠা সুরে চিরচেনা রূপে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আর তাই ঢাকের কাঠিতে শুরু বোধনের প্রতিক্ষা।
শারদীয়ার এই পূণ্যলগ্নে সনাতন সমাজ কল্যাণের সংঘের মণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছায় সকল অশুভ শক্তি বিনাসে একসাথে কাজ করার আহবান জানান শিক্ষামন্ত্রী ডা:দিপু মনি।
আনন্দময়ী এই আগমনে বাঙালি অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী বলে বারবার সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয়, গুলশান-বনানীর সার্বজনীন পূজা উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বছরঘুরে স্বামীগৃহ কৈলাশ থেকে ধরণীতে আসছেন দেবী। অশুভ শক্তির বিনাসে সূচনা হবে শুভ শক্তির, প্রার্থনা ভক্তদের।
মহালয়ার প্রার্থনায় পরলোকগত পূর্বপুরুষের শান্তি কামনায় করা হয় তর্পণ।