শুরু হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ-২০২১
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কাপ-২০২১।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র কাপের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ফুটবল, ক্রিকেট ও ভলিবল এই তিনটি ডিসিপ্লিনে হবে এবারের মেয়র কাপ। ১৫ নভেম্বর থেকে শুরু হবে মাঠ ও কোর্টের খেলা। উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নিবে এবারের আসরে। ডিএনসিসির যে কোন নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলের হয়ে অংশ নিতে পারবেন। ৫৪ জন কাউন্সিল এবং ১৮ জন নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত হবে তিনটি ইভেন্টের দলগুলো।