শুরু হয়েছে ট্রেনের ঈদের অগ্রিম টিকিট বিক্রি
- আপডেট সময় : ০২:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
ট্রেনে ঈদযাত্রা সহজ করতে আগাম প্রস্তুতি নিয়েছে রেল মন্ত্রণালয়। শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। অনলাইনে ১৭ এপ্রিলের অগ্রিম বিক্রি শুরুর চার মিনিটেই শেষ হয়ে যায় টিকিট। অনলাইনে টিকিট পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তবে অনেকে কাউন্টারে এসে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেন। আর প্রযুক্তির ব্যবহার না জানায় বিপত্তিতে পড়েতে হয়েছে অনেককেই।
নানা শ্রেনী পেশার মানুষের যাতায়াত সহজ ও আরামদায়ক পরিবহন হলো ট্রেন। তুলনামূলক ভাড়া কম হওয়ায় এই মাধ্যমে যাতায়াতে আগ্রহী সবাই।
ট্রেনের টিকিট কালোবাজারী রোধে রেলপথ মন্ত্রণালয় বিশেষ স্মার্ট কার্যক্রম চালু করেছেন। রেলের পক্ষ থেকে জানানো হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। অনলাইনে রেজিস্ট্রেশনের সুবিধা থাকায় ভোগান্তি ছাড়াই মিলেছে টিকিট।
আধুনিক প্রযুক্তি ছোঁয়া অনেকের জন্য বিপত্তির কারণ। যারা বিষয়টিতে পরিচিত নন তাদের জন্য কিছুটা ঝামেলা পোহাতে হয়েছে। ফলে কাউন্টারে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
আজ ২৫ হাজার টিকিটের জন্য আবেদন পড়েছে ১২ লাখ। মিনিটে বিক্রি হয়েছে ৬ থেকে ৭ হাজার টিকিট। সার্ভার জটিলতায় আবেদনের সুযোগ পাওয়া যায় নি অভিযোগ জানান অনেকে।
অনলাইন টিকিট পেতে প্রযুক্তি বান্ধব হতে হবে, জানালেন রেলওয়ের স্টেশন মেনেজার।
ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে যথারীতি চলবে বন্ধন এক্সপ্রেস।