শুরু হয়েছে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ
- আপডেট সময় : ০১:০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হয়েছে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৮টায় ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল ৮টা থেকে ভোটাররা ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল সকাল ভোট দেওয়ার জন্য দাঁড়ানোর কারণ হিসেবে ভোটাররা জানিয়েছেন: তাদের কাজ থাকায় সকাল সকাল ভোট দিতে এসেছেন। পরে যেন ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি এড়াতেই সকাল সকাল এ উপস্থিতি। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর। এ নির্বাচনের ফলাফল জাতীয় সংসদসহ আগামী নির্বাচনগুলোতে অনেকটা প্রভাব ফেলবে এমন ধারণায় এ সিটি করপোরেশন নির্বাচনকে অধিক গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল। যদিও বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে।