শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
কয়লা সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
গতকাল রাত ৯টার পর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। ফলে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রটি। আমদানি করা কয়লার সংকটে বার বার হোঁচট খাচ্ছে রামপালের কাঙ্ক্ষিত বিদ্যুৎ উৎপাদন। কয়লা সংকটে গত ২৪ এপ্রিল থেকে উৎপাদন বন্ধ ছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লা আসার পরে ফের উৎপাদন শুরু হলো। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, চাহিদামাফিক বিদ্যুৎ উৎপাদন ক্রমান্বয়ে বাড়ানো হবে।