শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা।
গেলরাত ১২টা এক মিনিটে সতের জোড়া যুগল পূর্তিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শাক, উলুধ্বনি এবং নাম কৃর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মালম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্জিকা অনুযায়ী দুপুর ১টা ৫৪ মিনিটে শুরু হবে পূর্নিমা। থাকবে সোমবার বিকেল তিনটা পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্নিমার এ তিথিতে আগামীকাল কাকডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান করবে সনাতনীরা। ইতিমধ্যে কুয়াকাটায় পূন্যার্থীদের ভীর জমতে শুরু করেছে। তবে করোনার কারণে এবার হচ্ছেনা মেলা।