শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে পাথর আমদানি বন্ধ
- আপডেট সময় : ০৬:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
শুল্ক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে চুনাপাথর ও বোল্ডার পাথর আমদানী বন্ধ রয়েছে। ফলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তামাবিল স্থলবন্দর এবং বাকী ৭টি শুল্ক স্টেশনে। সিদ্ধান্ত পরিবর্তন না করলে ভারত পাথর আমদানি থেকে বন্ধ রাখবে আমদানিকারকরা। ফলে সংশ্লিষ্ট খাতের লাখখানেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। রাজস্ব আয় বৃদ্ধির জন্য অ্যাসেসম্যান্ট ভ্যালু বাড়ানো হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
সিলেট বিভাগের গোয়াইনঘাটের তামাবিল, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের বাগলি, বড়ছড়া ও চারাগাঁও এবং ছাতকের ইছামতি ও চেলা স্টেশন হয়ে চুনাপাথর ও বোল্ডার ভারত থেকে আমদানি হয়। চুনাপাথরের ইম্পোর্ট অ্যাসেসম্যান্ট রেট সাড়ে ১১ ডলার এবং বোল্ডারের রেট ১১ ডলার হিসেবে আমদানি করছেন ব্যবসায়ীরা।
সম্প্রতি ইম্পোর্ট অ্যাসেসম্যান্ট রেট চুনাপাথরে ২ দশমিক ৫ ডলার এবং এবং বোল্ডারে ২ ডলার করার মৌখিক নির্দেশনা দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ । এতে করে প্রতিটন চুনাপাথর বা বোল্ডারে অতিরিক্ত আরো ১২ থেকে ১৩শ টাকা বেড়ে যাওয়ায় বেঁকে বসেন আমদানীকারকরা। ১৬ আগস্ট থেকে বন্ধ আছে এই পণ্যের আমদানী। ফলে কর্মহীন হয়ে পড়েছে এই শিল্পের সঙ্গে জড়িতরা। কাজে ফিরতে বিক্ষোভও করেছেন তারা।
আমদানীকারকরা দাবি করেন, কাস্টমসের আত্মঘাতি এ সিদ্ধান্তে ৫ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীরা লোকসান দিয়ে আমদানি করবেন না জানিয়ে, নিজেদের আর্থিক ক্ষতি এবং বেকার শ্রমিকদের চিত্র তুলে ধরেন।
ডলারের মূল্যস্ফীতির কারণেই শুল্ক বাড়ানো হয়েছে বলে জানালেন স্থানীয় রাজস্ব কর্মকর্তা। বেড়েছে। ব্যবসায়ীদের সাথে আলোচনা করে অ্যাসেসম্যান্ট ভ্যালু ১ ডলার বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
আমদানিকারক ও কাস্টমসের মধ্যে দূরত্ব মেটানোর দাবি সংশ্লিষ্টদের।