শৃঙ্খলার অভাবে বিড়ম্বনা গণটিকা কার্যক্রমে
- আপডেট সময় : ০৭:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শৃঙ্খলার অভাবে বিড়ম্বনা তৈরি হয়েছে গণটিকা কার্যক্রমে। দ্বিতীয় দিনেও কেন্দ্রে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও, টিকা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেন, গণটিকা কার্যক্রম সফল হয়েছে। সবাইকে টিকার আওতায় নিতে এ কার্যক্রম কাল পর্যন্ত চলবে।
বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে দেশের বৃহৎ জনগোষ্ঠীকে টিকার আওতায় নিতে ২৬ ফেব্রুয়ারি থেকে “গণটিকা” কার্যক্রম চলছে। টিকা নিতে মানুষের আগ্রহ দেখে এই কার্যক্রমকে আরো দু’দিন বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর।
দ্বিতীয় দিনে ঢাকাসহ সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে দেখা গেছে অসংখ্য মানুষের ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও টিকা না পেয়ে চরম ভোগান্তির শিকার হয়েছে অনেকে।
এদিকে, রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএসে উত্তীর্ণ নব-নিযুক্ত চিকিৎসকদের পরিচিত সভায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক দাবি করেন, মোট জনগোষ্ঠীর ৭৩ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, গণটিকার প্রথম দিনে প্রায় ৭ হাজার কেন্দ্রে এক কোটি ২০ লাখ মানুষ টিকা পেয়েছে। এখন পর্যন্ত মোট সাড়ে ২০ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। আগামীতে চিকিৎসকের পাশাপাশি নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতেও সরকারের পরিকল্পনা করছে।
গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন নয় জন। এতে মোট ২৯ হাজার ৩৩ জন মারা গেলো। নতুন শনাক্ত হয়েছে আট’শ ৬৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ১৯ লাখ ৪২ হাজার ৬৮০জন।