শেওড়াপাড়ায় ‘গরিবের ডাক্তার’ খ্যাত বুলবুল ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
রাজধানীর শেওড়াপাড়ায় ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডেন্টিস্ট আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গতকাল রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার জানান, ২৭ মার্চ ভোরে রাজধানী মিরপুরের বাসা থেকে বের হওয়ার পর ছিনতাইকারীরা চিকিৎসক বুলবুলকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় আল-হেলাল হাসপাতাল ও পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি মামলায় তাদের গ্রেফতার করা হয় বলেও জানান এ কর্মকর্তা।