শেখ আছিয়া খাতুনের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন এবং শেখ ফজলুল হক মণি’র মাতা শেখ আছিয়া খাতুনের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে ঢাকার বনানী কবরস্থানে তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ ফজলুল হক মণি’র বড় ছেলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মরহুম শেখ আছিয়া খাতুনের রূহের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।