শেখ রাসেল দাবা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ঢাকার হোটেল লা-মেরিডিয়ানে আনুষ্ঠানিকভাবে দেশী বিদেশী দাবাড়ুদের পুরস্কৃত করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ দাবা ফেডারেশন এবং সাউথ এশিয়ান চেজ কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিনসহ দাবা ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। টান টান উত্তেজনাপূর্ণ এ টুর্নামেন্টে ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার মিখাইল ক্রাসেনকভ। পুরস্কার জেতেন দশ হাজার মার্কিন ডলার। রানার আপ হয়েছেন ভিটালি বারনাডস্কি। আর তৃতীয় হয়েছেন ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়নান। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ছয় পয়েন্ট পেয়ে প্রথম হন। পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব দ্বিতীয়, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান তৃতীয় ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ চতুর্থ হন। গত ১৯ অক্টোবর ৩২ জন গ্র্যান্ড মাস্টার্সসহ ১০২ জন দাবাড়ু নিয়ে ঢাকায় শুরু হয় ৫৫ হাজার মার্কিন ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতা।