শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র এখনো চলছে : আইনমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্র এখনো চলছে। সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাইতলা যোগেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে তিনি বিদ্যালয়ের নতুন ভবন ও শতবর্ষের বিদ্যালয়ের সংকলন উদ্বোধন করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এবাদুল করিম বুলবুল এম.পি, জেলা প্রশাসক শাহগীর আলম,পুলিশ সুপার শাখাওয়াত হোসেনসহ আরো অনেকেই।