শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিদের করা আপিল খারিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
প্রায় দেড় যুগ আগে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা– বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামিদের করা আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
আর অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামীদের করা আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। বিস্ফোরক দ্রব্য আইনে মামলার আপিল খারিজ হওয়ায়– এর আগে দেয়া স্থগিতাদেশ এখন আর নেই। ফলে এ মামলার কার্যক্রম চলতে আইনগত আর বাধা নেই। অস্ত্র আইনের মামলায় আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্ট বলেছে, পর্যবেক্ষণের আলোকে নতুন করে অভিযোগ গঠন করতে হবে।