শেখ হাসিনার গাড়ি বহরে বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণ আগামীকাল
- আপডেট সময় : ০২:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে বোমা হামলা মামলার সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও সাতক্ষীরা আইনজীবী সমিতির সদস্য অ্যাড.কামরুনাহার মারা যাওয়ায় সাক্ষ্য গ্রহণ আগামীকাল হবে বলে নিশ্চিত করেছেন জজ আদালতের পিপি আব্দুল লতিফ।
সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে তাদের আগামিকাল সাক্ষ্যগ্রহণ করা হবে। সাক্ষ্য দিবেন ৩ জন সাংবাদিক।আলোচিত এই মামলা পরিচালনার জন্য ঢাকা থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীরসহ ৫ সদস্যের একটি দল সাতক্ষীরায় এসেছেন বলে নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ। এর আগে, এ মামলায় ১৫ জন জনের সাক্ষ্য নেয়া হয়।২০০২ সালের ৩০শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে যান। ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে বোমা হামলা হয়।