শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন
- আপডেট সময় : ০২:২৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন সাহসী এবং পরীক্ষিত নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ অনেক সংকট ও দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কানফারেন্সিংয়ে এ মন্তব্য করেন তিনি । এই সংকটকালে যারা কষ্টে আছেন তাদের এই প্রয়াস অব্যাহত রাখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, মধ্যবিত্ত যারা কর্মহারিয়ে দিশেহারা, তাদের খুঁজে খুঁজে বাড়ী গিয়ে ত্রাণ দিতে হবে। তিনি কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেওয়ায় ধন্যবাদ জানান।