শেখ হাসিনার হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী জাকারিয়া পিন্টুকে জেলহাজতে প্রেরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
পাবনা ঈশ্বরদীতে শেখ হাসিনার হত্যা চেষ্টা মামলার রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী জাকারিয়া পিন্টুকে জেলহাজতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।
দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলাহাজতে প্রেরণ করা হয়। গেল ২৫ জুন শনিবার কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে জাকারিয়া পিন্টুকে গ্রেপ্তার করে রেব।
পিন্টু ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ২০১৯ সালে ৩ জুলাই মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।ওই দিন থেকেই পলাতক ছিলেন পিন্টু।
এছাড়াও জাকারিয়া পিন্টু ভেড়ামারা থানায় অস্ত্র মামলায় ১৭ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে এর মধ্যে ৮টি মামলার ওয়ারেন্ট ভুক্ত।