শেখ হাসিনা আগামীকাল এমানুয়েল মাখোঁর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন
- আপডেট সময় : ১২:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার প্যারিসের এলিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। বৈঠকে ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠেয় এই বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের নতুন পথনকশার একটি দিকনির্দেশনা আসতে পারে। সাক্ষর হতে পারে প্রতিরক্ষা, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়ক তিনটি দলিল। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফরকে আনুষ্ঠানিক সফর ঘোষণা করেছে ফরাসি সরকার। বুধবার ফরাসি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া ইউনেসকোর সদর দপ্তর প্যারিসে প্রধানমন্ত্রী ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার হস্তান্তর করবেন। বঙ্গবন্ধুকে সম্মান জানাতে ২০২০ সালে বাংলাদেশের অর্থায়নে এই পুরস্কার প্রবর্তন করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো।