শেখ হাসিনা সরকারের সময় দুর্নীতি করে পার পাওয়ার কোন সুযোগ নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকারের সময় দুর্নীতি করে পার পাওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
আশুলিয়ার কাঠগড়া-দুর্গাপুর এলাকায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে বুধবার ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, বর্তমান সরকারের সময়ে ত্রাণ বিতরণে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে প্রত্যেককেই শাস্তির আওতায় আনা হচ্ছে। দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং সরকারের তহবিলেও যথেষ্ট অর্থ রয়েছে উল্লেখ করে ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।