শেখ হাসিনা সরকার দেশের মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করেছেন : নৌ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
শেখ হাসিনা সরকার দেশের মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করেছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আর স্মার্ট প্লাটফর্মের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য ও পরিবেশগত বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হবার সুযোগ তৈরি হয়েছে বলে জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে, তথ্য অধিকার দিবসের আলোচনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের তথ্য অধিকার নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
এতে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার দূরদর্শিতার ফলে বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’। এতে বক্তারা জানান, শেখ হাসিনার জন্মের মধ্য দিয়ে বাঙালির গৌরবের ইতিহাস রচিত হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু-কিশোরদের জ্ঞানের পরিধি বাড়াতে ‘হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস’ লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন করেন, তথ্য-যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এদিকে, তথ্য অধিকার দিবসের আলোচনায় বর্তমান সরকারই দেশের মানুষের তথ্য অধিকার নিশ্চিত করেছে বলে জানান তথ্যমন্ত্রী।
স্বাধীনতা চর্চার পাশাপাশি গণমাধ্যমকে দায়িত্বশীল হবার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।